ধানমন্ডিস্থ ৩ নং বাড়ি বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় সবার জন্য উন্মুক্ত। একথা বললেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে “মাদক ও জঙ্গী বিরোধী প্রচার অভিযানের” ধারাবাহিকতায় ১১ নভেম্বর, শুক্রবার, বিকাল ৫ টায় তামক মাদক ও জঙ্গী বিরোধী জোট: ক্যাট এবং বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনীর নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে ড. সোবহান এ কথা বলেন।
ক্যাটের সভাপতি ও গ্রামপুলিশ বাহিনীর অন্যতম উপদেষ্টা সাংবাদিক আলী নিয়ামতের নেতৃত্বে সংস্থা দুটির কর্মকর্তা এবং প্রায় দুই শতাধিক কর্মী ও সংগঠকদের উপস্থিতিতে ড. আবদুস সোবহান গোলাপ আরো বলেন, “জঙ্গী ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না। নেতৃত্বের প্রতিযোগিতায় বাধা নেই। দলকে সুসংগঠিত করতে ঐক্যের কোন বিকল্প নাই।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গত ৬ নভেম্বর সমাজবন্ধু, কালের মুগ্ধ রথ আলী নিয়ামতের ৫৫তম জন্মদিনে জাতীয় জাদুঘর থেকে ক্যাট ও বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী যৌথভাবে মাদক ও জঙ্গী বিরোধী প্রচার অভিযান শুরু করেছে। ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মাদক ও জঙ্গী বিরোধী প্রায় দুই হাজার গ্রামপুলিশ ও ক্যাটের সদস্যদের নিয়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
৬ নভেম্বর মাদক ও জঙ্গী বিরোধী প্রচার অভিযানের উদ্বোধন করেছেন আমেরিকা আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী। এই প্রচার অভিযানের সাথে একাত্বতা ঘোষণা করে ইতোমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমান। আগ্রহী যে কেউ মাদক ও জঙ্গী বিরোধী এই প্রচার অভিযানে সম্পৃক্ত হতে ‘০১৯১৫৮৪৪৯৭৭/’ যোগাযোগ করতে পারেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান