অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বেরোবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন; সোমবার বি ইউনিট

বেরোবি: কঠোর নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে ১ম দিনের কলা অনুষদভিত্তিক এ ইউনিটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। রবিবার সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় প্রথম দিনের এ ইউনিটের ভর্তিপরীক্ষা।
সোমবার ২য় দিনের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা মোট চার শিফটে সকাল ৯ টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩৪৫ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে ১৫ হাজার ৯৪৫ জন । প্রতি আসনে লড়বে ৪৬ পরীক্ষার্থী।
রোববার চার শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অনিয়মের অভিযোগে রেজাউল ইসলাম রিপন নামের (গ্রন্থাগারের) এক কর্মচারিকে প্রথম দিনের ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড না আনতে পারায় বেশ কিছু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
পরীক্ষার প্রথম দিনেই সকাল থেকেই ক্যাম্পাসে বেশ নিরাপত্তা লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন ছাড়াও তৎপর ছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সকাল থেকেই তল্লাসির মাধ্যমে পরীক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতির এড়াতে সকালেই প্রবেশদ্বারে অবস্থান নেন প্রক্টর শাহীনুর রহমান, সহকারী প্রক্টরগণসহ দায়িত্বে নিয়োজিত অন্যান্যরা। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
পরীক্ষা কেন্দ্রে প্রদক্ষিণ শেষে সকালে উপাচার্য সাংবাদিকদের বলেন, ’নিরাপত্তার স্বার্থে হল পরিদর্শনের সময় আমার নিজের ছবিও কাউকেই তুলতে দেইনি।’ সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদের অধীনে ২১ টি বিভাগের ১২শত ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী।প্রতি আসনে লড়ছে ৫০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বেরোবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন; সোমবার বি ইউনিট

আপডেট টাইম : ০৫:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬

বেরোবি: কঠোর নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে ১ম দিনের কলা অনুষদভিত্তিক এ ইউনিটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। রবিবার সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় প্রথম দিনের এ ইউনিটের ভর্তিপরীক্ষা।
সোমবার ২য় দিনের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা মোট চার শিফটে সকাল ৯ টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩৪৫ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে ১৫ হাজার ৯৪৫ জন । প্রতি আসনে লড়বে ৪৬ পরীক্ষার্থী।
রোববার চার শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অনিয়মের অভিযোগে রেজাউল ইসলাম রিপন নামের (গ্রন্থাগারের) এক কর্মচারিকে প্রথম দিনের ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড না আনতে পারায় বেশ কিছু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
পরীক্ষার প্রথম দিনেই সকাল থেকেই ক্যাম্পাসে বেশ নিরাপত্তা লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন ছাড়াও তৎপর ছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সকাল থেকেই তল্লাসির মাধ্যমে পরীক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতির এড়াতে সকালেই প্রবেশদ্বারে অবস্থান নেন প্রক্টর শাহীনুর রহমান, সহকারী প্রক্টরগণসহ দায়িত্বে নিয়োজিত অন্যান্যরা। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
পরীক্ষা কেন্দ্রে প্রদক্ষিণ শেষে সকালে উপাচার্য সাংবাদিকদের বলেন, ’নিরাপত্তার স্বার্থে হল পরিদর্শনের সময় আমার নিজের ছবিও কাউকেই তুলতে দেইনি।’ সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদের অধীনে ২১ টি বিভাগের ১২শত ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী।প্রতি আসনে লড়ছে ৫০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।