বেনাপোল:ভারতে ১হাজার ও ৫শ রুপির নোট নিষিদ্ধ করায় দুর্ভোগ ও হয়রানি বেড়েছে বাংলাদেশ থেকে যাওয়া পাসপোর্ট যাত্রীদের।
হোটেল হাসপাতাল বাস ট্রেন সহ সব খানেই নোট ভাঙাতে যেয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এর ফলে গত তিন ধরে বেনাপোল স্থল পথে দেশে ফিরছে এক তৃতীয়াংশ যাত্রী। কমে গেছে ভারতে যাত্রী গমন। এদিকে দুপার সীমান্তের মানি চেজ্ঞার গুলোতে চলছে হ্রাসকৃত মূল্যে ভারতীয় নোট বিনিময়। ফলে চরম দর্ভোগে পড়েছেন বাংলাদেশী যাত্রীরা। এমটাই জানান ইমিগ্রেশন পুলিশ ও মানিচেজ্ঞার ব্যাবসায়িরা।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ-বলেন-যেখানে প্রতিদিন ২ থেকে ৩হাজার যাত্রী ভারতে গমন করতো আসতো ১থেকে দেড় হাজার। গত ২দিনে প্রবেশ কমছে বেড়েছে ভারত থেকে বাংলাদেশী যাত্রীদের গমন। শনিবার ভারতে গেছে ১২শ এসেছে ২৬৫০জন। অপরদিকে রবিবার গেছে ৯৫০জন এসেছে ২৫৩৫জন যাত্রী। হয়রানি সহ বিভিন্ন অভিযোগ করেন তারা।
বাংলাদেশী কোন ইনফরমেশন ছাড়ায় রুপির নোট নিষিদ্ধ করায় রোগীরা সহ সাধারন মানুষ হয়রানি হচ্ছে দুর্ভোগে পড়ছেন তারা বলেন ভারত থেকে ফেরা যাত্রীরা।
বেনাপোল চেকপোষ্ট ও পেট্টাপোল চেকপোষ্টের মানিচেজ্ঞার গুলোতে রুপির নোট ভাঙাতে রয়েছে অনিহা। তবে কম টাকায় নোট কিনছেন সীমান্তের বিভিন্ন ইন্টার প্রাইজ নামের নাম সর্বস্থ-প্রতিষ্টান। রমরমা কারবার চলছে এসব প্রতিষ্টানে। সরকারের সহযোগিতা কামনা করেছেন যাত্রীরা।
শিরোনাম :
রুপির নোট বন্ধে ভারতে থেকে ফিরছে যাত্রীরা কমছে গমন-
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
- ১৬৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ