ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওরেগ্যানে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে গুলি চালিয়েছে। পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্যোগ গ্রহণের সময় এক ব্যক্তি গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবর্ষণকারীর পরিচয় জানা যায়নি। সমাবেশটি সহিংস হয়ে ওঠার প্রেক্ষাপটে পুলিশ তাতে হস্তক্ষেপ করছিল বলে ইন্ডিপেন্ডেন্টের খবরে বল হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে কয়েকজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। গুলিবর্ষণকারীর বয়স ১৯-এর কম এবং তার সম্ভাব্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে কালো হুডি পরা ছিল।
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তারা তাকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে চাচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান