ডেস্ক : ঢাকা শহরে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদে প্রয়োজন হলে বিচার বিভাগ সিটি করপোরেশনের জন্য সহেযোগিতার হাত বাড়িয়ে দেবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার (১২ নভেম্বর) রাজধানীর নারিন্দা রোডের শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠের ভক্তি বিলাস তীর্থ ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
প্রধান বিচারপতি বলেছেন, ‘যারা সিটি কর্পোরেশনের জমি দখল করে রেখেছে, সেগুলোসহ রাস্তা-ঘাট উচ্ছেদে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তাহলে আপনাদের (দুই মেয়র) জন্য বিচার বিভাগ হাত প্রসারিত করবে।’
প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গত ৭ নভেম্বর দখল উচ্ছেদে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সেই আহ্বানের পাঁচদিন পর এই সহযোগিতার আশ্বাস দিলেন প্রধান বিচারপতি।
ধর্মীয় সহিংসতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন, ‘সাঁওতাল অধিবাসীদের ওপর যে হামলা চালানো হয়েছে, ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে; তারা অত্যন্ত গরিব সম্প্রদায়ের। আমি আশা রাখবো, যারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা একটু সচেতন হবেন। তাহলে এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। ধর্মীয় উপাসনালয়ে যাতে কোনো আঘাত না আসে আপনারা দুই মেয়রও সেদিকে খেয়াল রাখবেন।’
সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন আছে। এখানে কিছু লোক বেশ কিছু দিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।’
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন, ‘যারা ক্ষমতায় আছেন আমি তাদেরও বলছি, যারা বিভিন্ন ধর্মাবলম্বী তাদের ধর্ম পালনে যেনো বাধা না দেই, তাদের ধর্মীয় উপাসনালয় বানিয়ে দেই। কেউ কারো প্রতি আঘাত না করি, কারো মন্দির-মসজিদে বাধা না দেই। তাদের সহাবস্থানে বাধা সৃষ্টি করবো না। যারা এসব করছে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলো করছে।’
শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠের সভাপতি শ্রী গিরিধারী লাল মোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।