ডেস্ক : জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বাংলা প্রথম পত্রের প্রশ্ন হুবহু গাইড বই থেকে তুলে দেওয়া শিক্ষককে সাসপেন্ড ও তার বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার (১২ নভেম্বর) কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সদস্য সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ডিআরইউ’র পক্ষ থেকে।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন পত্রিকায় এসেছে এবার জেএসসির একটি পরীক্ষায় নোটবই থেকে প্রশ্ন করা হয়েছে। আমি আগেই বলেছিলোম নোট বই থেকে প্রশ্ন করবেন না। যিনি করেছেন আমি আজ (শনিবার) সকালেই নির্দেশ দিয়েছি তাকে সাসপেন্ড করা হবে, তার সমস্ত বতেন-ভাতা বন্ধ করে দেওয়া হবে। ইনকোয়ারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেছেন, ‘২৫ লাখ শিক্ষার্থীর জীবন তার এক প্রশ্নের মধ্যে আটকে যাচ্ছে। আমরা এটা সহ্য করতে পারি না। ওইটা (গাইড থেকে হুবহু প্রশ্ন) করার অর্থটা কি বোঝেন? ওই নোট বইটা রাতারাতি বিক্রি হয়ে যাবে।’
গত ১ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনই ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান