পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

বিআরটিএ যশোরে ৩৩১টি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল

ফারুক আহম্মেদ সুজন : যশোর অঞ্চলে চলাচল করছে কয়েক হাজার ফিটনেসবিহীন গাড়ি। এসব গাড়ির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এজন্য এসব গাড়ি ফিটনেসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিআরটিএ। এ লক্ষ্যে গাড়ির মালিকদের একাধিবার নোটিশ দেওয়া হয়েছে। পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তারপরও তেমন সাড়া না মেলায় গত ১০ বছরে ৩৩১টি গাড়ির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

যশোর বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, এই অফিস থেকে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, জিপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। এখন পর্যন্ত এই অফিস থেকে ১১ হাজার ১৫০টি গাড়ির লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাক ছয় হাজার ৫৯১টি, মিনি ট্রাক ১ হাজার ৪৪২টি, পিকআপ ৮৪১টি, বাস ১ হাজার ৪২৮টি, মিনি বাস ১৮৬টি, মাইক্রোবাস ১২৩টি, মোটরকার ১০৫টি, অটোটেম্পু ২২৮টি, ট্রাকলরি ৮৮টি, জিপ ৭৮টি ও অ্যাম্বুলেন্স রয়েছে ৪২টি। তবে এসব গাড়ির মধ্যে একটা বড় অংশ ফিটনেস না থাকায় রাস্তায় চলাচলের উপযোগী নয়। তারপরও এই সব ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করছে। আর এই গাড়িগুলোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসব গাড়ি ফিটনেসের আওতায় আনতে বিআরটিএ যশোর অফিস উদ্যোগ নেয়। একাধিকবার নোটিশ করা হয় মালিকদের। কিন্তু বাস্তবে তারা সাড়া দেননি। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি মাসে জরিমানা করা হচ্ছে।

যশোর বিআরটিএ পরিদর্শক (যান্ত্রিক) আবুল কালাম আজাদ জানান, গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিটনেস না থাকার পরও চলাচল করা ৩৭টি গাড়ি ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এর আগে গত মে মাসে ১৩টি গাড়ির মালিককে ১৪ হাজার ৬৫০ টাকা, জুন মাসে ১৪টি গাড়ি থেকে ৩৮ হাজার ১০০ টাকা ও জুলাই মাসে ৩২টি গাড়ি আটক করে ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

তবে এতো কিছুর পরও ফিটনেসবিহীন গাড়ির মালিকরা সাড়া দিচ্ছে না। এজন্য গত ১০ বছর ধরে ফিটনেস না থাকা ৩৩১টি গাড়ির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে যশোর বিআরটিএ-এর সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা সব গাড়ি ফিটনেসের আওতায় আনতে মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তাদের নোটিশ দিয়েছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আইনগত সব প্রক্রিয়া চলমান রয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

বিআরটিএ যশোরে ৩৩১টি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল

আপডেট টাইম : ০৫:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬

ফারুক আহম্মেদ সুজন : যশোর অঞ্চলে চলাচল করছে কয়েক হাজার ফিটনেসবিহীন গাড়ি। এসব গাড়ির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এজন্য এসব গাড়ি ফিটনেসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিআরটিএ। এ লক্ষ্যে গাড়ির মালিকদের একাধিবার নোটিশ দেওয়া হয়েছে। পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তারপরও তেমন সাড়া না মেলায় গত ১০ বছরে ৩৩১টি গাড়ির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

যশোর বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, এই অফিস থেকে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, জিপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। এখন পর্যন্ত এই অফিস থেকে ১১ হাজার ১৫০টি গাড়ির লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাক ছয় হাজার ৫৯১টি, মিনি ট্রাক ১ হাজার ৪৪২টি, পিকআপ ৮৪১টি, বাস ১ হাজার ৪২৮টি, মিনি বাস ১৮৬টি, মাইক্রোবাস ১২৩টি, মোটরকার ১০৫টি, অটোটেম্পু ২২৮টি, ট্রাকলরি ৮৮টি, জিপ ৭৮টি ও অ্যাম্বুলেন্স রয়েছে ৪২টি। তবে এসব গাড়ির মধ্যে একটা বড় অংশ ফিটনেস না থাকায় রাস্তায় চলাচলের উপযোগী নয়। তারপরও এই সব ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করছে। আর এই গাড়িগুলোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসব গাড়ি ফিটনেসের আওতায় আনতে বিআরটিএ যশোর অফিস উদ্যোগ নেয়। একাধিকবার নোটিশ করা হয় মালিকদের। কিন্তু বাস্তবে তারা সাড়া দেননি। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি মাসে জরিমানা করা হচ্ছে।

যশোর বিআরটিএ পরিদর্শক (যান্ত্রিক) আবুল কালাম আজাদ জানান, গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিটনেস না থাকার পরও চলাচল করা ৩৭টি গাড়ি ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এর আগে গত মে মাসে ১৩টি গাড়ির মালিককে ১৪ হাজার ৬৫০ টাকা, জুন মাসে ১৪টি গাড়ি থেকে ৩৮ হাজার ১০০ টাকা ও জুলাই মাসে ৩২টি গাড়ি আটক করে ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

তবে এতো কিছুর পরও ফিটনেসবিহীন গাড়ির মালিকরা সাড়া দিচ্ছে না। এজন্য গত ১০ বছর ধরে ফিটনেস না থাকা ৩৩১টি গাড়ির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে যশোর বিআরটিএ-এর সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা সব গাড়ি ফিটনেসের আওতায় আনতে মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তাদের নোটিশ দিয়েছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আইনগত সব প্রক্রিয়া চলমান রয়েছে।’