দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা মামলা আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এই সার্কুলার জারি করা হয়। যার অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, দুদক আইনে দায়ের হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ আদালত গঠন করা হয়েছে। এসব আদালতে দুর্নীতি সংক্রান্ত মামলা আমলে নেওয়ার তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য ‘দ্য ক্রিমিনাল ল’ সংশোধন আইন-১৯৫৮ এর সুনির্দিষ্ট বিধান রয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ জেলার দায়রা ও মহানগর দায়রা জজরা দুর্নীতির সব মামলা বিচারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতে পাঠাচ্ছেন না। কিছু মামলা নিজ আদালতেই রেখে দিচ্ছেন। কিছু ক্ষেত্রে তার অধীনস্থ অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম-দায়রা জজ আদালতে পাঠাচ্ছেন।
ফলে বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতগুলোয় দুর্নীতি মামলার স্বল্পতা দেখা দিচ্ছে। এতে বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতগুলোয় দুর্নীতির মামলা আইনে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হচ্ছে না।
এমতাবস্থায় সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজকে দুর্নীতির মামলা দ্রুততর সময়ের মধ্যে বিচার ও নিস্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতে প্রেরণ এবং আইনে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি জন্য নির্দেশ দেওয়া হল।