আমেরিকার সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের সরকারকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলেন, সেখানে ডেমোক্র্যাটরা ক্ষমতায় আছে, কিন্তু রিপাবলিকানরা নির্বাচিত হয়েছে। এখানে তো গায়ের জোরের কিছুই নেই। জনমতের প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগের উচিৎ সেই নির্বাচন থেকে শিক্ষা নেয়া। তাহলে মিথ্যাচার কমে যাবে। অহমিকা কমে যাবে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
রিজভী বলেন, ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আমরা আবেদন জানিয়েছি। আশা করি অনুমতি পাবো। সরকার বাধা দেবে না। সেদিন দুপুর দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা শুরু হবে বলে রিজভী জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান