ডেস্ক : পিরোজপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের পদ্মা আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে । এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।
থানা সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার চড়কগাছা গ্রামের জলিল মাস্টারের ছেলে ছাত্রলীগ কর্মী জাহিদের সাথে ঝালকাঠী জেলার নলসিটি উপজেলার এক স্কুল ছাত্রীর সাথে মোবাইলে পরিচয় হয়। পরে মঙ্গলবার জাহিদ ও আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামান স্কুল ছাত্রীর সাথে দেখা করার জন্য নলসিটিতে আসে। এক পর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে স্কুল ছাত্রীকে নিয়ে পিরোজপুরে আসে। পরে সন্ধ্যা হয়ে গেলে রাতে বরগুনা যাওয়া যাবে না বলে পিরোজপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠে। সেখানে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে কৌশলে দৌড়ে বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় সে। তাদেরকে বিস্তারিত জানালে তারা ওই ছাত্রীকে থানায় নিয়ে যায়।
পরে রাতেই সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ ও এসআই বিপ্লব কান্তি মন্ডল অভিযান চালিয়ে পদ্মা হোটেল থেকে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামানকে গ্রেফতার করে। তবে অপর ছাত্রলীগ কর্মী জাহিদ পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় স্কুল ছাত্রী নিজে বাদি হয়ে দুই জনের নামে মামলা দায়ের করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান