ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পাল্টে যাওয়ার ‘কোনো আশঙ্কাই নেই।’
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর হাসান রুহানি মন্ত্রিপরিষদের উদ্দেশ্যে বলেন, ‘পরমাণু চুক্তির বিষয়ে ইরানের দৃঢ় বিশ্বাস হলো চুক্তিটি কোনো একক দেশ বা সরকারের সঙ্গে সম্পাদিত হয়নি, বরং এটি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্তের মাধ্যমে অনুমোদিত হয়েছে। তাই কোনো একক সরকারের পক্ষে এটি পাল্টে ফেলার কোনো আশঙ্কা নেই।’