ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে বিশ্ব শেয়ার বাজারে বড় ধরণের ধস নেমেছে। তবে, বড় আঘাত হেনেছে এশিয়ার বাজারে। বিসিসি জানায়, সব ব্যবসায়ীরা ধারণা করেছিলেন হিলারি বিজয়ী হবেন।
কিন্তু নির্বাচনে ফলাফলে উল্টো ফল আসায় ধস নামে শেয়ার মার্কেটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি জানায়, সবচেয়ে বেশি ধস নেমেছে মেক্সিকোর শেয়ার বাজারে। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। জাপানের স্টকস মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ৫.২ শতাংশ। এরপরই আছে হংকংয়ে ৩.৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৩.১ শতাংশ, চীনে ১.৬ শতাংশ ও অস্ট্রেলিয়ায় ২.১ শতাংশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান