শেষ হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। এবারের মেলা থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আদায় করেছে ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা।
আগের বছর আয়কার মেলা থেকে আদায় হয়েছিল ২ হাজার ৩৫ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৮১৮ কোটি টাকা। অর্থাৎ মেলা থেকে এবার আগের বছরের তুলনায় আয়কার বেশি আদায় হয়েছে ৯৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৯৯৩ টাকা বা ৪ দশমিক ৬৩ শতাংশ।
সোমবার (৭ নভেম্বর) শেষ হওয়া এবারের আয়কর মেলা শুরু হয় গত ১ নভেম্বর। রাজধানী ঢাকার পাশাপাশি সাতদিনের মেলা চলে বিভাগীয় শহরগুলোতেও।
এনবিআর সূত্র জানিয়েছে, এবারের মেলা থেকে সেবা নিয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন গ্রাহক। আগের বছর সেবা নিয়েছিলেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন। অর্থাৎ সেবা গ্রহীতার সংখ্যা বেড়েছে ১ লাখ ৭১ হাজার ২১৯ জন বা ২২ দশমিক ৫৯ শতাংশ।