শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। এরআগে বেলা সাড়ে ১১টায় মাজারে উপস্থিত হন ৩ বারের সাবেক এ প্রধানমন্ত্রী।
আজ ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করেন বেগম খালেদা জিয়া। এছাড়া ফাতেহা পাঠ ও দোয়াও অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরআগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী, সরকার আগামীকাল আমাদের সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক উদার রাজনীতির পরিচয় দিবে।আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তারা বিভাজনের রাজনীতি করে, যা ১৯৭২ সালেও করছে।