সীমান্ত নিরাপত্তায় ‘বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’ এর উন্নত প্রশিক্ষণে অংশ নিতে ১৫ সদস্যের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র একটি প্রতিনিধিদল বেনাপোল চেকপোস্ট দিয়ে দুপুরে ভারতে গেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন, ৪২-বিজিবি ব্যাটালিয়নের দিনাজপুর কুঠিবাড়ি ক্যাম্পের সুবেদার চান শরীফ।
ভারতের ঝাড়খান রাজ্যের হাজারীবাগ এলাকার বিএসএফ ট্রেনিং সেন্টারে ১৫ দিনব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে তারা অংশ নেবেন।
১৫ জনের প্রতিনিধি দলে আরো আছেন- সুবেদার দুজন, নায়েব সুবেদার একজন, হাবিলদার তিনজন, নায়েক তিনজন, ল্যান্স নায়েক তিনজন ও তিনজন সৈনিক।
১৫ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ইন্সপেক্টর মিনা তাদের স্বাগত জানান।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিজিবির প্রতিনিধিদল ভারতে যান।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, দু’দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি ভারতে গেছেন। প্রশিক্ষণ শেষে বিজিবি দলটি আগামী ২০ নভেম্বর বেনাপোল দিয়ে দেশে ফিরবেন।