৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না দিলেও বিএনপির সমাবেশ হবেই- এমন ঘোষণা দিয়ে আগেই পিছিয়ে এসেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর দলের কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছিল দলটি। কিন্তু এখন অব্দি সে অনুমতি মেলেনি। রিজভী এখন আরেক দফা পিছিয়ে এসে চলছেন, ৮ নভেম্বর অনুমতি না পেলেও পরদিন সমাবেশ করার আশা করছেন তারা। বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখনও সমাবেশ করার অনুমতি পাননি তিারা। তিনি বলেন, ‘কালকের জন্য অনুমতি না পেলে ৯ তারিখে সমাবেশ করার অনুমতি চাওয়া হবে।’ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের স্মরণে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি।
১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর সেনাবাহিনীতে ঘটা নানা ঘটনাপ্রবাহের পর সেইদিনই রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে চলে আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেদিন সেনাবাহিনীতে নির্বিচারে কর্মকর্তাদেরকে হত্যা করা হয়। এই দিনটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ নেতারা বিএনপিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করতে না দেয়ার ঘোষণা দেয়ার পর বিএনপি নেতা রিজভী বলেছিলেন, তারা অনুমতির ধার ধারবেন না।
জলপাই পাতা হাতে নিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন তারা। তবে পুলিশ ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো দলকে সমাবেশ করতে না দেয়ার ঘোষণা দেয়ার পর বিএনপি অনেকটা নমনীয় হয়ে পরদিন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের পরিকল্পনা করে। সে অনযায়ী পুলিশের কাছে অনুমতিও চায়। তবে এই সমাবেশের অনুমতি এখনও মেলেনি পুলিশের পক্ষ থেকে।
আগের দিক বিকালে ডাকা সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমাদের ঢাকা মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিয়েছে। আমরা আশা করছি সমাবেশ করার অনুমতি পাবো। যদি নাই পাই, তাহলে পরদিন সমাবেশ নিয়ে যেতে আপত্তি নেই।’ পুলিশকে নিজেদের ভাবমুর্তি রক্ষার জন্য সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘তারা যদি রাষ্ট্রের পুলিশ সংস্থা হয় তাহলে অনুমতি দেবে।’