ডেস্ক: উত্তরসূরি হিসাবে প্রেসিডেন্টের আসনে যদি ডোনাল্ড ট্রাম্প বসেন, তাহলে সেটি তার কাছে অত্যন্ত উদ্বেগজনক হবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, 'আমার সম্পর্কে কখনোই কোনও কটু কথা বলেননি ট্রাম্প।
তবে এ ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কখনোই হতে পারেনা। দেশের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছি।' শুধু ডোনাল্ড ট্রাম্পই নয়। এদিন তার সময়ের প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেন সম্পর্কেও বেশ কিছু বক্তব্য রাখেন ওবামা। তিনি বলেন, আমি বিভিন্ন সময় ডেমক্র্যাট ও রিপাবলিকানদের মতাদর্শগত পার্থক্য নিয়ে একাধিক কথা বলেছি। আমি যখন ম্যাককেনের বিরোধিতা করেছিলাম তখন আমি বলেছিলাম বেশ কিছু বিভ্রান্তিমূলক আদর্শের কথা বলছিলেন তিনি।
তার পরিবর্তে আমি নির্বাচিত হলে অনেক ইতিবাচক ভূমিকা নিতে পারবো। ডোনাল্ড ট্রাম্প নিজে একজন শিল্পপতি। যদিও তার নির্বাচনী ভাষণে তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর ব্যবসা থেকে তিনি সরে দাঁড়াবেন। ব্যবসা সামলাবে তার পরিবার। এই বিষয়টি নিয়েও এদিন আশঙ্কা প্রকাশ করেন বারাক ওবামা। তিনি বলেন, 'ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি ব্যবসা থেকে সরে দাঁড়াবেন। তবে তার ব্যাবসায় অর্থ কোথা থেকে আসবে এবং তা কিভাবে ব্যবহার হবে তা নিয়েও একটা সন্দেহ থেকেই যাচ্ছে।'
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান