তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবির সমর্থিত ফেসবুক পেইজ বাঁশের কেল্লার এডমিন ওসমান গণি ও আবুল হোসেন রানার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (০৭ নভেস্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। পরে তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, বাঁশের কেল্লার পেইজে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে কটূক্তি করায় ওসমান গণি ও আবুল হোসেন রানার বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ এপ্রিল তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
পরদিন ১৫ এপ্রিল এই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালের ১৪ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তাদেরকে জামিন দেন। পরে হাইকোর্টের এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান