ডেস্ক : আপনি প্রথম কার প্রেমে পড়েছিলেন? কার হয়েছিলেন প্রথম শয্যা সাথি? আপনার সব খবর পুঙ্খানুপুঙ্খ নোট করে রেখেছে আপনার ডিএনএ। ডিএনএ-র মধ্যেই লুকিয়ে থাকে আপনার প্রথম প্রেম ও প্রথম যৌন মিলনের তথ্য । আমি নয়, এমনটা জানাচ্ছেন লস এঞ্জেলেসের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
প্রেম পাঠে বলা হয়, প্রথম প্রেমকে মানুষ নাকি কোনওদিন ভুলতে পারে না। মৃত্যুর আগে পর্যন্ত মনের মনিকোঠায় সযত্নে রাখা থাকে সেই নাম! তবে গবেষকরা বলছেন মন নয়! সব কাজ করছে ডিএনএ। মানে কতবার আপনি প্রেমে পড়েছেন, কতবার রতিক্রিয়ায় অংশ নিয়েছেন সব তথ্যই লুকিয়ে রয়েছে ডিএনএ-র মধ্যে।
সম্প্রতি লস এঞ্জেলেসের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৮ থেকে ৩০ বছর বয়সী যুবক-যুবতীকে সঙ্গে নিয়ে এই গবেষণা চালানো হয়। গবেষণায় উঠে আসে, এই তথ্য। সেই সঙ্গে দেখা গিয়েছে, বেশিরভাগ যুবক-যুবতী প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই যৌন মিলনে যুক্ত হয়েছিলেন ৷ এমনকী, অনেকেই ধূমপান করার আগেই যৌন মিলনে তৃপ্তি পেয়েছেন ৷