ডেস্ক : একটু পুরনো হয়ে গেলে দাম্পত্যে স্বাদ হারায় যৌনতা। একঘেয়েমির হাত থেকে বাঁচতে নানান নতুন পন্থার আশ্রয় নেন স্বামী-স্ত্রী। এমনই সমস্য়ায় পড়ে মনোবিদ সীমা হিঙ্গোরানির কাছে চিঠি লিখলেন বিবাহিত কর্মরত যুবতী।
প্রশ্ন: বয়স ৩০, উচ্চ শিক্ষিত ও উদারমনস্ক। বছর পাঁচেকের দাম্পত্যে সম্প্রতি এক যৌন শূন্যতা সৃষ্টি হয়েছে। সমস্যা এড়াতে বিছানায় কিছু রোমাঞ্চকর পর্ব শুরু করতে চাই। বন্ডেজ সেক্স নিয়ে স্বামীর সহ্গে কথা বলার চেষ্টা করেছি। আমি চাই উদ্দাম যৌনতার বিস্ফোরণ। স্বপ্ন দেখি, ও আমার শরীর নিয়ে খেলছে– পেশিবহুল দু’টো হাত দিয়ে আমায় চেপে ধরছে, পিষে ফেলছে, স্পর্শকাতর অংশে দাঁত বসিয়ে ব্যথা দিচ্ছে। ওই যন্ত্রণা থেকেই যে উগ্র কামোত্তেজনা জন্মায়, যা আজ আমাদের যৌন জীবন থেকে উধাও হতে চলেছে। কিন্তু বিবাহিত জীবনে একটু ঝাঁঝ যোগ করতে আমার স্বামীর কোনও আগ্রহ নেই। ওকে ভালোবাসি কিন্তু যৌনতায় প্রবল অসুখী হয়ে পড়েছি। কী করব, দয়া করে তার পরামর্শ দিন।
(নাম প্রকাশে অনিচ্ছুক এক বিবাহিত কর্মরত যুবতী)
উত্তর: বোঝা যাচ্ছে, যৌন জীবন স্বাদু করে তুলতে আপনার তর সইছে না। মনে হয় সম্প্রতি বেশ কিছু যৌন উত্তেজনাপূর্ণ প্রবন্ধ বা গল্প পড়ছেন যার জেরে এমন স্বপ্ন দেখতে শুরু করেছেন। আসলে কিছু কিছু মহিলা যৌনতায় নিত্যনতুন কৌশল ও ভঙ্গি নিয়ে পরীক্ষা করতে ভালোবাসেন। একঘেয়ে যৌনতায় স্বাদবদল করতে বন্ডেজ সেক্স নিয়ে এক্সপেরিমেন্ট করার আইডিয়া খারাপ নয়, কিন্তু তার জন্য দরকার কল্পনাপ্রবণ মন। হতে পারে আপনার স্বামীর কল্পনাশক্তিতে খামতি রয়েছে। তাই তিনি এই ব্যাপারে উত্সাহী নন। যৌনতায় নতুন কৌশল প্রয়োগ করতে হলে পুরুষ-নারী দু’জনকেই উদারমনস্ক ও অ্যাডভেঞারপ্রেমী হতে হবে। কোনও সংস্কার বা খারাপ লাগা মনে পুষে রেখে এ কাজে এগোনো ঠিক নয়। আপনার ক্ষেত্রে আমার পরামর্শ হল, নিজের পার্টনারের সঙ্গে সহজ ভাবে আপনার স্বপ্ন নিয়ে আলোচনা করুন। তাড়াহুড়ো না করে ধৈর্য নিয়ে ওঁকে বোঝান। হতে পারে উনি স্বাভাবিক সেক্স পছন্দ করেন। তাই প্রথমে ওঁকে আপনার ইচ্ছে ও তার পিছনে থাকা যুক্তিগুলি বোঝান। দেখবেন, ধীরে ধীরে তাতে তিনি সড়গড় হয়ে উঠবেন।
আর একটা কথা মনে রাখবেন। কখনও ওঁকে বলবেন না যে যৌন জীবনে আপনি তৃপ্ত নন। বরং ওঁকে বুঝতে দিন যে আপনারা পরস্পরের প্রেমে আত্মহারা। তাই দু’জনে মিলে বিছানায় নতুন কিছু কৌশল পরীক্ষা করে দেখতে চান। জোরাজুরি নয়, বিষয়টি সম্পর্কে যাতে উনি স্বাভাবিক হয়ে উঠতে পারেন, সেই চেষ্টা করুন। আমার বিশ্বাস, এতে কাজ হবে।