বাংলার খবর২৪.কম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং মোবাইল ফোন সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার বিকেলে এসব উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সাগুফতা মেহেজাবীন শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র উল্লেখ করে এসব সিগারেট এবং মোবাইল ফোন কার্টনে করে গত ১২ সেপ্টেম্বর দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে আনা হয়। গত দুই দিনেও কার্টনগুলো কেউ নিতে আসেনি। রোববার বিকেলে কার্টনগুলো খুলে এসব পাওয়া যায়।’
তিনি আরো বলেন, ‘এতে ২২০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৮৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান