ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বিএনপি বলেছে অবিলম্বে সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দিতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে সংখ্যালঘুদের ওপর যত হামলা হয়েছে তার সাথে শাসকদলের লোকেরা সম্পৃক্ত। শনিবার এক সংবাদ সম্মেলন এসব বলেন বিএনপির ভাইস চেয়ার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে শুক্রবার ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ধ্বংসলীলা দেখে মর্মাহত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করে বিএনপির এই নেতা বলেন, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যারা হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাংচুর করেছে তাদের বিচার করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং মুসলমান- হিন্দুরা যাতে একত্রে বসবাস করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি করছি।
তিনি অভিযোগ করে বলেন, প্রথম হামলার ঘটনা অনাকাঙ্খিত বলা যেতে পারে। কিন্তু আবার ৬ টি বাড়িতে নতুন করে আগুন দেয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, হামলা হয়েছে ১টার দিকে আর পুলিশ এসেছে বিকেল ৫টার দিকে। তাই আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এ ধরনের ঘটনা এরানো যেত। আইন শৃঙ্খলাবাহিনীকে আরো তৎপর হতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নি ও ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।
উল্লেখ্য শুক্রবার বিএনপির একটি প্রতিনিধি দল ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এলাকা পরিদর্শন করেন। যার নেতৃত্বে ছিলেন মেজর হাফিজ।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান