ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে না পারার কারণে সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছে বিএনপি। আজ শনিবার বেলা সোয়া এগারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইসচেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে গতকাল শুক্রবার ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ধ্বংসলীলা দেখে মর্মাহত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
হাফিজ উদ্দিন বলেন, নাসির নগরে হিন্দুদের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করে এ হামলার স্বরূপ উম্মোচিত হয়েছে। দেশবাসীর কাছে আজ দিবালোকের মত স্পষ্ট হয়েছে কারা জড়িত। আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি দখল করে রেখেছে। আমরা চাই যেসব লোকেরা হিন্দুদের সম্পত্তি দখল করেছে তাদের একটি তালিকা করে তাদের বিচার করা।
নাসির নগরে হামলায় বিএনপি জড়িত আওয়ামী লীগ নেতা মাহবুব উল হানিফের এ বক্তব্যর জবাবে তিনি বলেন, আজ দেশের আবহাওয়া খারাপ। ৩ নম্বর সতর্ক সঙ্কেত চলছে। হয়তো আওয়ামী লীগ নেতারা বলবেন এটার জন্য বিএনপি দায়ী। আরো বলতে পারেন, এর জন্য জিয়াউর রহমান দায়ী। তিনি বলে গেছেন ২০১৬ সালে আবহাওয়া খারাপ করতে হবে। আওয়ামী লীগ নেতাদের এরকম হাস্যকর কথা কেউ বিশ্বাস করে না।
এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করে বিএনপির এই নেতা বলেন, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যারা হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাঙচুর করেছে তাদের বিচার করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং মুসলমান- হিন্দুরা যাতে একত্রে বসবাস করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি করছি।
তিনি অভিযোগ করে বলেন, প্রথম হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলা যেতে পারে। কিন্তু আবার ছয়টি বাড়িতে নতুন করে আগুন দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, হামলা হয়েছে একটার দিকে আর পুলিশ এসেছে বিকেল পাঁচটার দিকে। তাই আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এ ধরনের ঘটনা এড়ানো যেতো। আইন শৃঙ্খলাবাহিনীকে আরো তৎপর হতে হবে।
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী ও ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।
উল্লেখ্য, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়। ২০১২ সালে কক্সবাজারের রামুতে একইভাবে ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে বৌদ্ধ বসতিতে হামলা হয়েছিল।