ডেস্ক : আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় এক আল কায়েদা নেতা নিহত হয়েছেন। দু’সপ্তাহ আগে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আল কায়েদার এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
খবর বিবিসির।
পেন্টাগনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের আল কায়েদা প্রধান ফারুক আল কাহতানি দু’সপ্তাহ আগে এক হামলায় নিহত হয়েছেন।
সৌদি আরবে জন্মগ্রহণকারী আল কাহতানি ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় ছিলেন।
যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনাকারী জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কাহতানি ছিলেন অন্যতম। সৌদিতে জন্মগ্রহণ করলেও কাহতানি ছিলেন কাতারের নাগরিক। তিনি ইউরোপেও হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
আফগানিস্তানের মুখপাত্র আবদুল ঘানি মোসামেন জানিয়েছেন, কুনার প্রদেশে গত ২৩ অক্টোবরের এক অভিযানে ১৫ জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে দু’জন আরব এবং বাকিরা পাকিস্তানি তালেবান যোদ্ধা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান