ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত।
মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এ হামলায় অন্তত একজন তরুণী নিহত এবং তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, ভোর পাঁচটার দিকে আরনিয়া ও নৌশেরা সেক্টরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে শুরু করে পাকিস্তান রেঞ্জার্স। পরে সকাল সাড়ে ছয়টায় রামগড় সেক্টরের সাম্বা জেলায়ও হামলা করে তারা। জবাবে ভারতীয় সেনারাও পাল্ট গুলি চালায়।
উভয়পক্ষে গুলিবিনিময়কালে সাম্বা জেলায় ১৯ বছর বয়সী এক ভারতীয় কিশোরী মারা যান। অন্যদিকে আরনিয়া সেক্টরে চারজন আহত হয়।
এদিকে মঙ্গলবার সকালে বন্দীপুরার আজার গ্রামে তিন ‘লস্কর-ই-তৈয়বার' তিন যোদ্ধা লুকিয়ে
অন্য খবরঃ "মোদীর স্লোগান চুরি করে মন জেতার চেষ্টা ট্রাম্পের"
থাকার খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের 'সার্জিক্যাল' হামলার পর থেকে উভয় দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত ৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এজন্য উভয় দেশই পরস্পরকে দোষারোপ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান