বাংলার খবর২৪.কম: চট্টগ্রামের রাঙুনিয়া এলাকায় চাঁদাবাজি ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন দিয়েছেন আদালত।
রোববার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
আদালত সূত্রে জানা যায়, রাঙুনিয়া এলাকায় চাঁদাবাজি ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ওই এলাকার জসিম উদ্দিন রাঙুনিয়া থানায় সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ৭ মার্চ চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২২ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরী মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে।
২০০৮ সালের ২৭ আগস্ট বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলা স্থগিত করেন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামিন দেন। এর আগেও এই একই মামলায় তার জামিন বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান