স্পোর্টস ডেস্ক।।
চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের। মাত্র ২২ রানের হারের শেল বিদ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, দ্বিতীয়বার এমন সুযোগ এলে আর ভুল করবে না তার দল। অবশেষে সেই কথা রেখেছে টাইগাররা।
ঢাকা টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ড অলআউট ১৬৪ রানে। ফলে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়।
দ্বিতীয় ইনিংসে মিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট । অন্যদিকে সাকিব নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে মিরাজ একাই তুলে নিয়েছেন ইংলিশদের ১২ উইকেট।
প্রথম ইনিংসে তামিমের ১০৪ রান ও মুমিনুলের ৬৬ রানের ওপর ভর করে ২২০ রান করে টাইগাররা। জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬টি উইকেট।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৯৬ রান। ফলে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যান্ড।
শুরুটা ভালোই করেন অ্যলিস্টার কুক ও বেন ডাকেট। দলীয় ১০০ রানের মাথায় ডাকেটকে (৫৬) সাজঘরে ফেরান মিরাজ। এরপর জো রুটকে (১) ফেরান সাকিব।সাকিব
দলীয় ১২৪ রানের মাথায় ফের আঘাত মিরাজের। এবার তার শিকোর গ্যারে ব্যালান্স। ওই ওভারেই মঈন আলীকে ফেরান তিনি। এরপর ডেঞ্জরম্যান কুককে (৫৯) সাজঘরের পথ দেখান তিনি। এরপর জনি বেয়ারেস্টোকেও ফেরান মিরাজ। এরপর বেন স্টোকস, আদিল রশিদ ও জাফন আনসারিকে সাজঘরেরর পথ দেখিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান। শেষ উইকেটটি নিয়ে বাংলাদেশের জয়ের সাফল্যগাঁথা লেখা হল ঢাকা টেস্টের নায়ক মিরাজের হাত ধরেই।মিরাজ
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০
তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪
কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২।
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬
তামিম ৪০, ইমরুল ৭৮, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, মুশফিক ৯, সাব্বির ১৫, শুভাগত ২৫*, তাইজুল ৫, মিরাজ ২, কামরুল ৭; ফিন ০/১৮, মইন ১/৬০, আনসারি ২/৭৬, স্টোকস ৩/৫২, রশিদ ৪/৫২, ওকস ০/১৪।
ইংল্যান্ডের ২য় ইনিংস: (৪৫.৩ ওভার ১৬৪)
অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬, জো রুট ১, ব্যালেন্স ৫, মঈন ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৩; মিরাজ ৬/৭৬ সাকিব ৪/৪৯।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান