অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

ঐতিহাসিক টেস্ট জয়, বাঘের কাছে সিংহ কুপোকাত

স্পোর্টস ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের। মাত্র ২২ রানের হারের শেল বিদ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, দ্বিতীয়বার এমন সুযোগ এলে আর ভুল করবে না তার দল। অবশেষে সেই কথা রেখেছে টাইগাররা।

ঢাকা টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ড অলআউট ১৬৪ রানে। ফলে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়।

দ্বিতীয় ইনিংসে মিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট । অন্যদিকে সাকিব নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে মিরাজ একাই তুলে নিয়েছেন ইংলিশদের ১২ উইকেট।

প্রথম ইনিংসে তামিমের ১০৪ রান ও মুমিনুলের ৬৬ রানের ওপর ভর করে ২২০ রান করে টাইগাররা। জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬টি উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৯৬ রান। ফলে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যান্ড।

শুরুটা ভালোই করেন অ্যলিস্টার কুক ও বেন ডাকেট। দলীয় ১০০ রানের মাথায় ডাকেটকে (৫৬) সাজঘরে ফেরান মিরাজ। এরপর জো রুটকে (১) ফেরান সাকিব।সাকিব

দলীয় ১২৪ রানের মাথায় ফের আঘাত মিরাজের। এবার তার শিকোর গ্যারে ব্যালান্স। ওই ওভারেই মঈন আলীকে ফেরান তিনি। এরপর ডেঞ্জরম্যান কুককে (৫৯) সাজঘরের পথ দেখান তিনি। এরপর জনি বেয়ারেস্টোকেও ফেরান মিরাজ। এরপর বেন স্টোকস, আদিল রশিদ ও জাফন আনসারিকে সাজঘরেরর পথ দেখিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান। শেষ উইকেটটি নিয়ে বাংলাদেশের জয়ের সাফল্যগাঁথা লেখা হল ঢাকা টেস্টের নায়ক মিরাজের হাত ধরেই।মিরাজ

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০
তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪
কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬
তামিম ৪০, ইমরুল ৭৮, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, মুশফিক ৯, সাব্বির ১৫, শুভাগত ২৫*, তাইজুল ৫, মিরাজ ২, কামরুল ৭; ফিন ০/১৮, মইন ১/৬০, আনসারি ২/৭৬, স্টোকস ৩/৫২, রশিদ ৪/৫২, ওকস ০/১৪।

ইংল্যান্ডের ২য় ইনিংস: (৪৫.৩ ওভার ১৬৪)
অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬, জো রুট ১, ব্যালেন্স ৫, মঈন ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৩; মিরাজ ৬/৭৬ সাকিব ৪/৪৯।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

ঐতিহাসিক টেস্ট জয়, বাঘের কাছে সিংহ কুপোকাত

আপডেট টাইম : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬

স্পোর্টস ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের। মাত্র ২২ রানের হারের শেল বিদ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, দ্বিতীয়বার এমন সুযোগ এলে আর ভুল করবে না তার দল। অবশেষে সেই কথা রেখেছে টাইগাররা।

ঢাকা টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ড অলআউট ১৬৪ রানে। ফলে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়।

দ্বিতীয় ইনিংসে মিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট । অন্যদিকে সাকিব নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে মিরাজ একাই তুলে নিয়েছেন ইংলিশদের ১২ উইকেট।

প্রথম ইনিংসে তামিমের ১০৪ রান ও মুমিনুলের ৬৬ রানের ওপর ভর করে ২২০ রান করে টাইগাররা। জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬টি উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৯৬ রান। ফলে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যান্ড।

শুরুটা ভালোই করেন অ্যলিস্টার কুক ও বেন ডাকেট। দলীয় ১০০ রানের মাথায় ডাকেটকে (৫৬) সাজঘরে ফেরান মিরাজ। এরপর জো রুটকে (১) ফেরান সাকিব।সাকিব

দলীয় ১২৪ রানের মাথায় ফের আঘাত মিরাজের। এবার তার শিকোর গ্যারে ব্যালান্স। ওই ওভারেই মঈন আলীকে ফেরান তিনি। এরপর ডেঞ্জরম্যান কুককে (৫৯) সাজঘরের পথ দেখান তিনি। এরপর জনি বেয়ারেস্টোকেও ফেরান মিরাজ। এরপর বেন স্টোকস, আদিল রশিদ ও জাফন আনসারিকে সাজঘরেরর পথ দেখিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান। শেষ উইকেটটি নিয়ে বাংলাদেশের জয়ের সাফল্যগাঁথা লেখা হল ঢাকা টেস্টের নায়ক মিরাজের হাত ধরেই।মিরাজ

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০
তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪
কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬
তামিম ৪০, ইমরুল ৭৮, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, মুশফিক ৯, সাব্বির ১৫, শুভাগত ২৫*, তাইজুল ৫, মিরাজ ২, কামরুল ৭; ফিন ০/১৮, মইন ১/৬০, আনসারি ২/৭৬, স্টোকস ৩/৫২, রশিদ ৪/৫২, ওকস ০/১৪।

ইংল্যান্ডের ২য় ইনিংস: (৪৫.৩ ওভার ১৬৪)
অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬, জো রুট ১, ব্যালেন্স ৫, মঈন ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৩; মিরাজ ৬/৭৬ সাকিব ৪/৪৯।