অভিষেকের পর টানা দুই টেস্টে সর্বোচ্চ ১৯টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১৮৮৭ সালে ইংলিশদের বিপক্ষে টানা দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে রেকর্ডটি ১২৯ বছর আগলে রেখেছিলেন অস্ট্রেলিয়ান জন জেমস ফেরিস।
এবারও সেই ইংলিশদের বিপক্ষেই টানা দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে পুরনো সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মিরাজ।
এদিন আরও একটি রেকর্ড গেড়েন মিরাজ। এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নেওয়ার পর মিরপুরে দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়েছেন মিরাজ। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কেল কুকের উইকেটটি পান। আর মিরপুরে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট পান এই তরুণ তুর্কি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান