বাংলার খবর২৪.কম, কিশোরগঞ্জ : জেলার ভৈরব উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার দেলোয়ার হোসেন (৪২) নামে এক জ্বালানি তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ফেরিঘাট সংলগ্ন চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
রোববার সকালে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পৌর শহরের কালিপুর এলাকার আব্দুস সাত্তার (৫৫) ও তার ছেলে মুখলেছসহ (২৭) সাত জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিঘাট এলাকায় দেলোয়ার তার জ্বালানি তেল বিক্রির দোকান থেকে বের হয়ে নদী তীরের দিকে যান। পরে রাত গভীর হয়ে গেলেও ফিরে না আসায় পাশের ব্যবসায়ীরা তার আত্মীয়দের খবর দেন। পরে তারা নদীরঘাট এলাকায় বিভিন্ন স্থানে খুঁজতে খুঁজতে রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীতে নোঙর করা একটি বালিবাহী ট্রলার থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ব্যবসায়ীক বিষয় নিয়ে কালিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুখলেছের সঙ্গে দেলোয়ারের কথা কাটাকাটি। এক পর্যায়ে মুখলেছ দেলোয়ারকে দেখে নেওবার হুমকি তখন দেয়। এর সূত্র ধরে পুলিশ রোববার সকালে অভিযুক্ত মুখলেছ, তার বাবা আব্দুস ছাত্তারসহ ট্রলারটির কর্মচারী রবিউল ইসলাম, হেলাল, সিরাজুল ইসলাম, বাদশা মিয়া ও মিন্টু মিয়া নামে সাত জনকে আটক করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাত বা জখমের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে হত্যার কারণ জানা যাবে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান