বাংলার খবর২৪.কম : রাজশাহী মহানগরীর পূর্ব ডাঁসমারী এলাকায় মোহাম্মদ আলী নামে ওয়ার্কার্স পার্টির এক কর্মী খুন হয়েছেন।
মতিহার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুই বন্ধু জিয়া ও রফিককে আটক করা হয়েছে।
নিহত মোহাম্মদ আলী নগরীর ডাঁসমারী মধ্যপাড়া এলাকার আতাহার আলীর ছেলে। তিনি ওয়ার্কার্স পার্টির শ্রমিক সংগঠন শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সদস্য ছিলেন।
বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে পিটিয়ে হাত-পা ভেঙে একটি ড্রেনে ফেলে রেখে যায়।
নগর ওয়ার্কার্স পার্টি এই হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার রাতে মোহাম্মদ আলী তার বন্ধু জিয়ার সঙ্গে সাহেববাজারের দলীয় কার্যালয় থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে এলাকার একটি ড্রেন থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে মোহাম্মদ আলী মারা যান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এটিকে জামায়াত-শিবিরের ‘গুপ্ত হত্যা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্মূল করতে জামায়াত-শিবির এ ধরনের হত্যা চালাচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান