ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোষাক শিল্পে নারীদের অবদানই বেশি।
রোববার সাভার গনক বাড়ীতে ‘নারী প্রকল্পের প্রথম পর্যায়’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) তত্বাবধানে উত্তরাঞ্চলের দারিদ্র বিমোচন উদ্যোগের অংশ হিসেবে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর কর্মসংস্থানে উৎপাদনমূখী এবং দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ন। প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মচারীরা আত্মনির্ভরশীল হলে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে।’
তিনি বলেন, ‘নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে সরকার নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উত্তরাঞ্চলের দারিদ্র বিমোচনে অস্বচ্ছল পরিবারের নারীদের তৈরি পোষাক শিল্পে কর্মক্ষম করে গড়ে তুলতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী পরে প্রশিক্ষণগ্রহণকারী ৩০০ জনকে সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে বেপজার মহাব্যবস্থাপক মোঃ আব্দুল সোবাহানের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুন, প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান, প্রশিক্ষনার্থীদের মধ্যে আমিনা খাতুন বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান