গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রলি খাদে পড়ে মুন্না মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সৈয়দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না মিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের নওশা আলমের ছেলে। সে স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, ঘোলদহ থেকে একটি বালুবোঝাই ট্রলি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় শিশুটি দৌড়ে ট্রলির পেছন দিক দিয়ে উপড়ে ওঠে। পরে ট্রলিটি সৈয়দপুর এলাকায় খালের উপর একটি ছোট ব্রিজের উপরে উঠলে ব্রিজ ভেঙে ট্রলি খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পরে মুন্নার মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান