ডেস্ক : বিএনপির সঙ্গে আলোচনা ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য পরিবর্তন করলেন তা জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একবার বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনা নয়। আবার আজ বলেছেন, বিএনপি বিরাট রাজনৈতিক দল তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে।’
‘২৪ ঘণ্টার মধ্যে আপনার এই উপলব্ধি হলো? ২৪ ঘণ্টার মধ্যে মত পাল্টে ফেললেন? কেন? এইজন্য পাল্টে ফেলেছেন যে, বিএনপি আসলেই বাংলাদেশের সর্ববৃহৎ দল।’
দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা ও সম্পত্তি ক্রোকের প্রতিবাদ এবং সব মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে গায়ের জোরে বন্দুকের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে দমিয়ে রেখেছেন। আপনাদের নেতার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষকে দাবায় রাখা যাবে না। মানুষ বারবার জেগে উঠেছে। এবারও জেগে উঠবে। তাদের অধিকার আদায় করে দানবীয় শক্তিকে পরাজিত করবে।’
আওয়ামী লীগের কাউন্সিলের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রত্যাশা ছিল কাউন্সিল থেকে বাংলাদেশের মানুষের পক্ষে কিছু আশার বাণী উঠে আসবে, নতুন পথ দেখা যাবে, যার মাধ্যমে একটি আলোচনা সমঝোতার ভিত্তিতে গণতন্ত্রে পৌঁছানোর পথ দেখতে পাব। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেখানে আবারও বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা, ভিন্নমতকে উপেক্ষা করে দলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু নেই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিএনপির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান