জেলা পরিষদ নির্বাচন পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে এই নির্বাচনে বিশ দল অংশ নেবে কি নেবে না তা জোটের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়েছে। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব জানান ২০ দলের সমন্বয়ক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় সংসদ নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাদের ঘোষিত এ পদ্ধতি সংবিধানের মূলনীতির পরিপন্থি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থা কোনো কাজেই আসছে না। আমরা শুরু থেকেই বলে আসছি সম্পূর্ণ নখ-দন্তহীন এ নির্বাচন কমিশন সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ অবস্থায় জেলা পরিষদ নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নেবে কিনা- তা জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে ২০ দলীয় জোটের মহাসচিবরা অংশগ্রহণ করেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জেলা পরিষদ নির্বাচনের যাওয়া না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আলোচনা করেছি। কয়েক দিনের মধ্যে ২০ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তখন এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিততে আমরা দেখলাম সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল তাদের অধীনে নিয়ে গেছে। কোথাও ভূয়া ভোট দেওয়ার মাধ্যমে আবার ভোটের আগে রাতে ব্যালট পেপারে সিল মেলে। এমনও হয়েছে বিরোধী প্রার্থী জিতেছে তাদেরও ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা এখন আর কাজ করছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনই কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ভবিষ্যতে একটি নির্বাচন করতে পারবেন সেটাও হবে না।
নির্বাচন কমিশনের কোনো মেরুদন্ড নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন (জেলা পরিষদ নির্বাচন) কতটা সুষ্ঠু হবে তা নিয়ে আমরা সন্দিহান। শরিক দলের সবাই প্রশ্ন রেখে তারা বলেছেন এই নির্বাচন সুষ্ঠু হবে না। ২০ দলীয় জোটের বৈঠকে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় তিনি অভিযোগ করেন, গত তিন মাসে বিনা বিচারে ১৫১ জন মানুষকে হত্যা করা হয়েছে। জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা আশরাফি ইয়াসিন তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামের ঝিনাইদহের ১১ জন নিখোঁজ রয়েছে। অর্থাৎ এটা ফ্রি ফর অল হয়ে গেছে। কোথাও কোনো জবাদিহিতা নেই। মানুষ তুলে নিয়ে মেরে ফেললে কোনো জবাব দিতে হয় না।
মির্জা ফখরুল আরো বলেন, এ ধরণের ঘটনার জন্য আগে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রেসনোট দেওয়া হতো। এখন এই প্রথা চলে গেছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লূৎফর রহমান, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিজেপি আবদুল মতিন, এপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির মো. মঞ্জুর হোসেন ইসা, লেবার পার্টির শামসুদ্দিন আহমেদ পারভেজ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল আবদুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবুল কাশেম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিশের শফিক উদ্দিন, ন্যাপ (ভাসানী) নেতা গোলাম মোস্তফা, সাম্যবাদী দলের এসএম হানিফুল কবীর প্রমুখ উপিস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান