আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আছে বেশ কয়েকটি নতুন মুখ। এদের অনেকেই আবার এসেছেন তৃণমূল থেকে।
কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেন। একই পদে জায়গা করে নিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্য্য।
সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে ঢুকেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া সুলতানা।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নতুন মুখ হিসেবে কমিটিতে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এ ছাড়া আমিনুল ইসলাম সদস্য থেকে পদোন্নতি পেয়ে উপ-প্রচার সম্পাদক হয়েছেন। আর ফরিদুন্নাহার লাইলী ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক থেকে হয়েছেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য হয়েছেন মো. মমতাজ উদ্দিন, কামরুল ইসলাম, নুরুল ইসলাম ঠান্ডু, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, এ্যাড. নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন ও অধ্যাপক রফিকুল ইসলাম।
শনিবার দুপুরে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে সভাপতিমণ্ডলী পদে তিনটি ও সম্পাদক পদে চারটি পদ ফাঁকা আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান