আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে এবার বেশ কয়েকটি নতুন মুখ যুক্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন আগের কমিটির অনেক নেতা। এদের মধ্যে কেউ-কেউ অবশ্য জায়গা করে নিয়েছেন উপদেষ্টা পরিষদে।
সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন নূহ উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায়। এর মধ্যে সতীশ চন্দ্র রায় দলের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। লেনিনকে এখন পর্যন্ত কোথাও রাখা হয়নি।
সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়েছেন আগের কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান। এর মধ্যে ইয়াফেস ওসমান উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন। বাকি দু’জন এখনও কোনও পদ পাননি।
আগের কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আ হ ম মুস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল নতুন কমিটিতে জায়গা পাননি।
কার্যনির্বাহী সদস্য থেকে বাদ পড়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সুভাষ চন্দ্র বোস, একেএম রহমতউল্লাহ (ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন), ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, এম এ মান্নান, মোস্তফা ফারুক মোহাম্মদ, মমতাজ উদ্দিন মেহেদী, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক ও সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।