বাংলার খবর২৪.কম, যশোর : সাসপেন্ড হওয়া মাদরাসার অধ্যক্ষ ও তার স্বজনদের হামলায় যশোর উপশহর আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ চার শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া হোসেন জানান, সাসপেন্ড অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, তার ভাই আবু মুসা তারু ও আনসার আলী, ছেলে বাহারুল ও ফকরুলসহ কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সকালে মাদরাসার ভেতরে প্রবেশ করে। পরে তারা তাকেসহ মাদরাসার শিক্ষক আব্দুল ওহাব, মহিদুর রহমান, আব্দুল মালেকেও এলোপাতাড়ি মারধর করে। এসময় বেধড়ক মারপিটে তার মাথা ফেটে যায়। তাদের মারপিটে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাদরাসার শিক্ষানুরাগী সদস্য থানা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াদুদ জানান, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে বছরখানেক আগে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড অর্ডার বাতিল ও দায়িত্বে পুনর্বহালের দাবিতে রোববার সকালে তারা মাদরাসায় এসে শিক্ষকদের উপর হামলা চালায়। তাদের হামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপশহর ফাঁড়ি ইনচার্জ এসআই মিরাজ মোসাদ্দেক বলেন, মাদরাসার সভাপতি ছিলেন সাবেক এমপি আলী রেজা রাজু। পরে দায়িত্ব নেন উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শওকত হোসেন রতœ। ওই সময় অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়। এ বিষয় নিয়ে এমএম কলেজের প্রিন্সিপাল তদন্ত করছেন। এরই মাঝে রোববার সকালে তারা মাদরাসায় ঢুকে হামলা চালায়।
কোতোয়ালী থানার ওসি ইনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান