প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে । শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা।’
এ সময় সদ্য সমাপ্ত আওয়ামী লীগের কাউন্সিলে সারাদেশের নেতা-কর্মীরা জয়কে দলের কমিটিতে আসার অনুরোধ জানালেও তিনি দেশে থাকতে না পারার কারণে কমিটির পদ দখলে রাখবেন বলে জানিয়েছেন এ কথাও উল্লেখ করেন তোফায়েল। তিনি বলেন, তার মানে এই নয় যে, তিনি দলকে ভালোবাসেন না। তিনি এজন্য পুরোপুরি প্রস্তুত হয়েই দলের দায়িত্বে আসতে চান।
সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে বর্ষীয়ান এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন জয়। বঙ্গবন্ধুর এই দৌহিত্রকে অত্যন্ত মেধাবী উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এজন্য জাতিসংঘও পুরস্কৃত করেছে জয়কে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু পরিবারের সন্তান সজীব ওয়াজেদ জয় ভবিষ্যতে দেশের মুখ আরও উজ্জ্বল করবেন, একদিন বাংলাদেশের নেতৃত্বেও তিনি আসবেন।’
অনুষ্ঠানে নিজের জেলা ভোলাকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা । ভোলায় প্রাপ্ত গ্যাস দিয়ে এ অঞ্চলকে শিল্পায়িত করা হবে । ইতোমধ্যে ভোলা-বরিশাল ব্রিজের ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে । ভোলা জেলার নদী ভাঙন রোধে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী । এসময় তিনি বলেন, ‘মেধাভিত্তিক যুব সমাজ গড়ার প্রত্যয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয় । যুবশ্রেণি সমাজের মূল চালিকা শক্তি । রাজনীতি হচ্ছে কঠিন ত্যাগ তিতিক্ষার জায়গা। মানুষের কল্যাণে আদর্শিক উপায়ে কাজ করতে হবে । রাজনীতির সহজ পাঠ হচ্ছে নেতার জন্ম হয় জনতার ভালবাসা থেকে ।’
ভোলা জেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন, শহীদ সেরনিয়াবাত ও সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ প্রমুখ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান