ডেস্ক : প্রখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’–কে (আই আর এফ) বেআইনি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির নায়েক এবং আইআরএফের কাজকর্ম নিয়ে ল কমিশনের কাছে রিপোর্ট জমা পড়ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা সবুজ সঙ্কেতের অপেক্ষা করছেন। সায় মিললেই সংস্থাটিকে বেআইনি ঘোষণা করা হবে।
তবে জাকির নায়েক বলেছেন, সন্ত্রাসের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি কোনো বেআইনি কাজ করেননি। তিনি সব ধরনের প্রমাণ তুলে ধরতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান