ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হতাশাগ্রস্ত একটি দল। বিএনপি তাদের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাব ভেবে দেখা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সেতুমন্ত্রী বলেন, ভারত চায় সরকার টু সরকার, পার্টি টু পার্টি ও পিপল টু পিপল সম্পর্ক আরো সুদৃঢ় করতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। সে কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে। তিনি বলেন, আগামী দুই বছর দুই মাস পর সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তার তিন মাস আগে কমিশন নির্বাচনের আয়োজন করবে। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সেতুমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে। সেই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান