বাংলার খবর২৪.কম, রাজশাহী : রাজশাহীতে ভেজাল প্রসাধনী বিক্রির দায়ে সাদিকুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে নগরীর সাহেববাজার এলাকা থেকে বোয়োলিয়া মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
আটক সাদিকুল ইসলাম নগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন রানীদিঘী এলাকার আব্দুল জলিলের ছেলে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজগোপাল কর্মকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাদিকুল ইউনিলিভার, জিএম কেমিক্যাল ও মর্ডান কেমিক্যালসহ নামী কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী বাজারজাত করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভেজাল ফেয়ার অ্যান্ড লাভলী, মডার্ন কসমেটিকস ও জিএম কেমিক্যালের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।