বিশেষ প্রতিনিধি।।
আওয়ামী লীগ প্রেসিডিয়ামে সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানের নাম দেখে দলের নেতা কর্মীরা চমকে গেছেন। কারো ধারণার মধ্যে ছিল না এটি। রোববার কাউন্সিল অধিবেশনে ঘোষিত প্রেসিডিয়ামে ১৪ জনের মধ্যে তার নাম দেখার পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে। বলাবলি হচ্ছে মান্নান খান প্রেসিডিয়ামে কিভাবে এলেন?
রমেশ চন্দ্র সেন শেখ হাসিনার বিগত সরকারের মন্ত্রী ছিলেন। প্রেসিডিয়ামে তার অন্তর্ভুক্তি নিয়েও অনেকেই বিস্মিত। এমনকি যশোরের পিযুষ ভট্টাচার্য প্রেসিডিয়ামে ঠাঁই পাওয়ায় বলাবালি হচ্ছে তাকে কেউ চিনেন না। তবে অনেকেই মনে করছেন, প্রেসিডিয়াম থেকে সুরঞ্জিত সেনগুপ্তের পর এবার সতীশ চন্দ্র রায় বাদ পড়ায় সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে এই দুইজন ঠাঁই পেয়েছেন।
তবে সবচেয়ে আলোচনার খোরাক জুগিয়েছে, মান্নান খানের অন্তর্ভুক্তি। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবেও তিনি জনপ্রিয় ছিলেন না। ৯০ এর পর আওয়ামী লীগে যোগদান করে দাপ্তরিক কাজ করতেন। পরবর্তীতে সহ-দপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদক হলেও সেখান থেকেও তাকে দৃশ্যত সরিয়ে দেয়া হয়েছিল।
দুর্নীতি দমন কমিশনে মামলার কারণে তিনি বির্তকিতও হয়েছেন। প্রেসিডিয়াম থেকে আরেক সাবেক কমিউনিস্ট নূহ-উল আলম লেলিন বাদ পড়েছেন। মতিয়া চৌধুরী তার জায়গায়ই রয়েছেন। যুক্ত হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। ছাত্র ইউনিয়ন ও সিপিবির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ৯৪ সালে গণফোরাম ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। এতে অনেকেই বলছেন, আওয়ামী লীগে আদর্শচ্যুত কমিউনিস্টদের কতৃর্ত্ব শেষ হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান