ডেস্ক : গণতন্ত্র রক্ষা ও দেশের জঙ্গি নির্মূলের স্বার্থে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার পাশাপাশি জঙ্গির কারখানা চিরতরে নির্মূল করতে হলে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যায় না।’
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব জোট আয়োজিত “জঙ্গি নির্মূল কর জঙ্গির সঙ্গী বর্জন ও বিচার কর” শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হলেন জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক এবং তাঁর দল বিএনপি হল জঙ্গি উৎপাদনের কারখানা। তাই জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে নিরাপদ করতে খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
বিএনপির সমর্থনে দেশে ধারাবাহিকভাবে জঙ্গি ও সন্ত্রাসী হামলা হয়েছে মন্তব্য করে ইনু বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি আবার গণতন্ত্র ও নির্বাচনের কথা বলা শুরু করেছে। কিন্তুই এদের সমর্থনেই কিছুদিন আগে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া একবার নয় বারবার প্রমাণ করেছেন তিনি যুদ্ধপরাধী, জঙ্গি এবং সন্ত্রাসীদের পক্ষের শক্তি।’
আয়োজক সংগঠনের সভাপতি রোকোনূজ্জামান রোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মীর হোসেন আক্তার, সহ-সভাপতি ওবায়দুল হক, শহিদুল ইসলামও নূরুল আক্তার প্রমুখ।