বাংলার খবর২৪.কম: ফ্রিল্যান্সারদের স্বল্প সুদে ল্যাপটপ ক্রয়ে ঋণ দেওয়ার জন্য সরকারের আইসিটি বিভাগ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে ব্যাংকের গভর্ণর ড.আতিউর রহমান।
ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসতিয়াক আহমেদ চৌধুরি ও আইসিটির পক্ষে বিভাগটির সচিব নজরুল আসলাম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর আতিউর রহমান বলেন, আইসিটি বিভাগ এ পর্যন্ত ২০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে পেরেছে। এবছর তাদের লক্ষ্যমাত্রা হল ৭০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা। শুধু চাকরি নয় আত্ম কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ উদ্যেগ তরুণদের ফ্রিল্যান্সিং কাজে আরো উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
এ চুক্তির আওতায় ফ্রিল্যান্সাররা ১৪ শতাংশ লাভ দিয়ে ট্রাস্ট ব্যাংকের কাছ থেকে জামানত ছাড়াই ৩০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ল্যাপটপের জন্য ঋণ নিতে পারবে। অনুষ্ঠানে ফ্রিল্যান্সার তাফসির হোসেনকে ৬২ হাজার ৬০০ টাকার একটি ল্যাপটপ কেনার জন্য ঋণপত্র দেওয়া হয়। মোট টাকার ৩০ শতাংশ বাদ দিয়ে ৪৩ হাজার টাকা সে ব্যাংক ঋণ পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান