আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে আসার কথা থাকলেও তাতে যোগ দেয়নি বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার রাত পর্যন্ত দলটির শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দেওয়ার কথা জানালেও প্রথমদিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বিএনপির যোগ না দেওয়া প্রসঙ্গে পূর্বপশ্চিমের সঙ্গে কথা বলেন তানজীম আহমেদ সোহেল তাজ। সম্মেলন থেকে বের হয়ে যাওয়ার সময় এ প্রতিবেদককে তিনি বলেন, ‘বিএনপি এখন রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে ভুগছে। জনগণ থেকে বিচ্ছিন্ন দলটি কিভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে স্বাগত জানাবে? এমনটা তাদের কাছে প্রত্যাশা করাই অন্যায়। তাই বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে আসেনি।’
আওয়ামী লীগের কাউন্সিলে নিজের নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন করলেও তিনি উত্তর দিতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, বুধবার রাতে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসেন সোহেল তাজ। এরপর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন এবারের কাউন্সিলে সোহেল তাজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেতে যাচ্ছেন।