স্পোর্টস রিপোর্টার ।।
টাইগারদের জন্য শনিবার দিনের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতোই।তৃতীয় দিন পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। নেমেই ব্যাটিং টপাটপ বিলিয়ে দেয় পাঁচটি উইকেট, আর বিনিমিয়ে দলীয় সংগ্রহে যোগ হয় মাত্র ২৭ রান। প্রথম ইনিংস শেষে সফরকারীদের থেকে ৪৫ রান পিছিয়ে থেকে অল আউট হয় টাইগাররা। তবে ব্যাটিং বিপর্যয়ের এই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। মধ্যাহ্নবিরতির আগেই মাত্র ২৮ রানে ইংল্যান্ড হারিয়েছে তিনটি উইকেট মুশফিক বাহিনী। একই সঙ্গে দুটি অর্জনের মাইল ফলক স্পর্শ করেছে বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের অধিনায়ক উইকেট কিপার মুশফিকুর রহিম।
বাংলাদেশের প্রথমে ইনিংসে ব্যাট হাতে সাকিব নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব্। মইন আলীর বলে দিনের শুরুতে সাকিব আল হাসান আউট হয়ে গেলে ভেঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেয়ার স্বপ্ন। হুরমুর করে ভেঙে পড়ে বাংলাদেশে বাকি সব উইকেটা। অবশ্য বল হাতে সাকিব এরই মধ্যে প্রত্যাশা পূরণ করে ফেলেছেন।
সাকিবের বামহাতের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। পর পর দুই ওভারে দুই উইকেট শিকার করেছেন তিনি। সাজঘরে ফিরেছেন জো রুট ও বেন ডাকেট। ইংল্যান্ডে দ্বিতীয় ওভারের প্রথম ইনিংসে প্রথম আঘাতটি হানেন মিরাজ। মাত্র ১২ রান করে প্রথম স্লিপে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন কুক। পরের ওভারের প্রথম বলে সাকিব তুলে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুটের উইকেট। নিজের পরের ওভারে ইংল্যান্ডের আরেক ওপেনার বেন ডাকেটকেও সাজঘরমুখী করেছেন সাকিব।
সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে একটা মাইলফলকও স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক। টেস্টে এখন সাকিবের উইকেট সংখ্যা ১৫১।
বাংলাদেশ দলে টেস্ট ক্রিকেটর অধিনায়ক মুশফিকুর রহমানের সাফল্যেও এদিন যুক্ত হয়েছে এক সোনালী পালক। টেস্ট ক্রিকেটে ৮৭টি ডিসমিসাল করার রেকর্ড গড়েছেন এই উইকেট কিপার। এতোদিন খালেদ মাসুদ পাইলটের সঙ্গে যৌথভাবে এত দিন এই রেকর্ড দখলে ছিল মুশফিকুর রহিমের। এবার পাইলটকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মেহেদি হাসান মিরাজের বলে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে বর্তমান বাংলাদেশ অধিনায়ক উপরে উঠে যান। মুশফিকের ডিসমিসাল এখন ৮৮টি, যার মধ্যে ৭৭টি ক্যাচ এবং ১১টি স্টাম্পিং। আর পাইলটের ক্যাচ ৭৮টি এবং ৯টি স্টাম্পিং।