কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? আশরাফ না কাদের? কাদের না সোহেল তাজ? আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে এসেও চলছে এই তিন নেতাকে ঘিরে সরব আলোচনা।
আওয়ামী লীগের ৭০ টি সাংগঠনিক জেলা নেতাকর্মীরা এ বিষয়টি নিয়ে সারাদিনই আলোচনা করেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই নেতা-কর্মীদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন। পূর্বপিশ্চমের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নেতাকর্মীরা সাধারণ সম্পাদক পদ নিয়ে তাদের নিজেদের মতো করে মতামত দিয়েছেন।
গত বুধবার রাতে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর থেকেই মূলত একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সভাপতিমণ্ডলীর সদস্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা কাদেরকে উদ্দেশ্য করে তৃণমূল পর্যায়ে জনমত জরিপে এগিয়ে থাকার কথা বলেন। পরে এই খবর ছড়িয়ে পড়লে ফেসবুকসহ বিভিন্ন জায়গায় উল্লসিত অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় কাদের-সমর্থকদের।
সম্মেলনের প্রথম দিনও চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক হিসেবে আমরা ওবায়দুল কাদেরকে দেখতে চাই। ফেণী থেকে আসা প্রতিনিধি মাশরুর আহমেদ বলেন, ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন। এখন আকাশে চাঁদ উঠবেই। আর সেই চাঁদের নাম ওবায়দুল কাদের।
সারাদিন ধরে অন্য যে নামটি আলোচনায় রয়েছে তিনি আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ২০০৯ সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগে তিনি তার মিন্টো রোডের সরকারি বাসভবনে জাতীয় চার নেতার এক ছেলে তানজিম আহমদ সোহেল তাজের সঙ্গে বৈঠক করেন। এটিকে আশরাফ বিরোধীরা সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে ঠেকানোর কৌশলী ট্রাম্পকার্ড হিসেবে দেখছেন।
মানিকগঞ্জের প্রতিনিধি শাকিল চৌধুরী বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার যেমন বিকল্প নেই। তেমনি সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফেরও এ মুহুতে বিকল্প তৈরি হয়নি। ওবায়দুল কাদের কাজের চেয়ে বেশি লাফালাফি করেন। সোহেল তাজ অবশ্যই আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ কিন্তু সাধারণ সম্পাদক হওয়ার মতো যোগ্য নন।
অপরদিকে, আগে থেকে আলোচনার র্শীষে থাকা সোহেল তাজকে গাজীপুর থেকে কাউন্সিলর হয়ে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে। যিনি সরকারের গত মেয়াদে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
রাজনীতিতে ফেরার ক্ষেত্রে সোহেল তাজকে সভানেত্রী শেখ হাসিনা অবশ্যই গুরুত্বপূূর্ণ পদে আনতে পারেন তবে একেবারে সাধারণ সম্পাদক করবেন বলে মনে হয়না, এভাবেই পূর্বপশ্চিমকে কথাগুলো বলছিলেন বগুড়া থেকে যোগ দেয়া কাউন্সিলর মেহেদি হাসান মোল্লা।