প্রতিবেদক ।।
আওয়ামী লীগের আমন্ত্রণ পেলেও শেষপর্যন্ত ক্ষমতাসীন দলের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও আগের দিন গভীর রাত পর্যন্ত সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক মনোভাব ছিল। এমনকি সরকারী দলের সম্মেলনে যোগ দেয়ার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের পাঁচ সদ্যসের একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্তও নেয়া হয়েছিল বলে বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে।
শনিবার সকালে দলের নীতি নির্ধারক পর্যায় থেকে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গত মার্চে অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে সরকারের বিরূপ আচরণ ও অাওয়ামী লীগের কোনো প্রতিনিধি যোগ না দেওয়া এবং ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ না থাকায় শেষপর্যন্ত এতে যোগ দেওয়ার বিরত থাকে বিএনপি। দলের স্থায়ী কমিটি একসদস্য নাম প্রকাশ না করার শর্তে পূর্বপশ্চিম এসব তথ্য জানান।
দলটির একাধিক সূত্র জানায়, গত মার্চ মাসে বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাতে অংশগ্রহণ করেনি। সুতরাং রাজনীতিতে সৌহার্দপূর্ণ সংস্কৃতি আওয়ামী লীগ নষ্ট করেছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া ঠিক হবে না বলে দলটির কয়েকজন সিনিয়র নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দেন।
এরই পরিপ্রেক্ষিতে সরকারী দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান খালেদা জিয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান