বাংলার খবর২৪.কম, রাজশাহী : ছবি এঁকে দেশ সেরা হয়েছে রাজশাহীর দূর্গাপুরের শিশু দুলালী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি এঁকেছে ওই দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিযোগিতায় প্রথম হওয়ায় দুলালীর পরিবারসহ উল্লাসে ভাসছে দূর্গাপুর উপজেলাসহ আশপাশের লোকজন।
দুলালী রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার নারায়নপুর গ্রামের দিনমজুর ইয়াদুলের মেয়ে ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য প্রদানকারী দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে গত ৫ সেপ্টেম্বর ঢাকাস্থ শিশু একাডেমি মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় দুলালী দেশসেরা নির্বাচিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারাদেশের সরকারি ও বেসরকারি উন্নয়নমূলক সেবা সংস্থার ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতির জনক শেখ মুজিবর রহমানের ছবি অঙ্কনের মাধ্যমে দেশসেরা নির্বাচিত হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ওসমানী স্মৃতি মিলানায়তনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে জাতিসংঘ দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুলালীকে সন্মাননা প্রদান করবেন।